একমাত্র এমন লোক দাড়াই সম্ভব নবী (সঃ) ও নবীর উত্তরসূরীদের অসম্মান করা
__________________________________
একদিন ইমাম আবু-হানিফা সহ কয়েকজন ফিকাহবীদ মাঠে বসে ফিকহী আলোচনা করছেন।
মাঠের পাশে কিছু ছেলে খেলা-ধুলা করছিল। বাচ্ছা গুলো খেলায় উঠলে কি কিছু মনে রাখবে যে, এই মাঠে ফকিহগণ মাস'আলা নিয়ে আলোচনা করছেন !
খেলতে খেলতে ঘটনাক্রমে খেলার বলটি ইমাম আবু হানিফাদের মধ্যখানে এসে পড়ল।
ছেলেগুলো কিংকর্তব্যবিমূড় !!
এটাতো চরম বেয়াদবী!!
বলতে পারেন এটা বিনয়ের অসাধারণ উদাহারণ। ভয়ে সবাই ভীতসন্ত্রস্ত ।
বলটি কে আনবে ? কিভাবে আনবে ? উনারা কি বলবে !! এই ভেবে কাচুমাচু করছে বাচ্ছা গুলো।
হঠাৎ একটি ছেলে লুঙ্গী উল্টিয়ে অহংকার ও উদ্যত ভাব প্রদর্শন করে বলটি নিয়ে আসলো।
অর্থাৎ সে এমনটি করে বোঝাতে চেয়েছে মোল্লারা আর কি করবে ! এদের এত ভয় করবো কেন !! এদের সাথে বেয়াদবী করলেই বা কি !!!
ইমাম আবু হানিফা বললেন, এই সন্তানটি জারজ। এবং জুর দিয়েই বলছেন। তোমরা খুজ নিয়ে দেখ আমি যা বলছি,তা ১০০% সত্য।
উপস্থিত সকল সাথীরা কথা শুনে আশ্চর্য হলেন ! খুজ নেয়া হলো। সত্যি সত্যিই ছেলেটি জারজ ।
এবার সাথীরা প্রশ্ন করলেন। হুযুর আপনি যা বলছেন তা সত্য কিন্তু এত জুর দিয়ে বিষয়টি বললেন কিভাবে ?
আবু হানিফার উত্তরঃ-
জারজ সন্তান ছাড়া ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে বেয়াদবী দূরে থাক,সাহস করতে পারেনা । তার ব্যবহার দেখে আমি নিশ্চিত হলাম সে জারজ ।
(ইসলাহী খুতুবাত:মুফতী তাকী উসমানী)
No comments